নেত্রকোনা জেলা সংবাদদাতা
যান চলাচলের অযোগ্য নেত্রকোনা পৌরসভার প্রধান সড়কটি দ্রুত সংস্কার ও পুনঃ নির্মাণের দাবিতে ক্ষুব্ধ নেত্রকোনাবাসী গতকাল সোমবার পৌরসভার সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নেত্রকোনা পৌরসভার প্রধান সড়কের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন যাবৎ পৌরসভা এবং সড়ক বিভাগের মধ্যে রশি টানাটানির কারণে কোন পক্ষই সড়ক সংস্কারে দায়িত্বশীল ভূমিকা না রাখায় দিন দিন সড়কের বিভিন্ন অংশের পিস, পাথর উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দে পরিণত হয়েছে। বর্ষা মওসুমে এসব খানাখন্দে পানি জমে থাকায় ভারী যানবাহনের চাকার আঘাতে সড়কের সুঁড়কি ইট উঠে গিয়ে তেরী বাজার এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জেলা শহরের একমাত্র প্রধান সড়কে ছোট বড় খানাখন্দ ও গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুঘর্টনা। বাড়ছে হতাহতের ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে ক্ষুব্ধ জেলাবাসী গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’-এর ব্যানারে পৌরসভার সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে পৌরসভার একমাত্র প্রধান সড়কটি দ্রুত সংস্কার ও পুনঃ নির্মাণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন