ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ধামরাই উপজেলার ডাউটিয়া গ্রামের তাঁরা মিয়ার ছেলে আলমের বাড়ী থেকে স্কটল্যান্ডের হলেনডিয়া নামের ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধামরাই থানাথানা পুলিশ ডাউটিয়া গ্রামে আলমের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার ঘরের খাটের নিচে থেকে বিদেশী ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তবে বাড়ীর মালিক আলমকে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে ধামরাই থানার নব সেকেন্ড অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে আলমের বাড়ীতে অভিযান চালিয়ে এ বিয়ার উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, তাকে আটকের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন