শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রামগড় উপজেলা চেয়ারম্যানের বহিষ্কারাদেশ হাইকোর্টে স্থগিত

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা

রামগড় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিষ্কারাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। গত রোববার বিচারপতি কামরুল ইসলাম ও বিচারপতি রাজিক আল জিলিকের সমন্বয়ে গঠিত বেঞ্চের শুনানি শেষে এ স্থগিতাদেশের আদেশ দেন। উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়ার নামে দুইটি মামলার অভিযোগপত্র আদালত কৃর্তক গৃহীত হওয়ায় গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপজেলা পরিষদ ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩ খ (১) ধারা অনুসারে তাকে সাময়িক বহিষ্ক‹ারের প্রজ্ঞাপন জারি করে। এ আদেশের বিরুদ্ধে গত বৃহস্পতিবার শহিদুল ইসলাম ভূঁইয়া চেলেঞ্জ করে রিট পিটিশন দায়ের করলে বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি স্থগিত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বিষয়টি তিনি নিশ্চিত করে জানান, হাইকোর্টের স্থগিতাদেশের আদেশ পেয়ে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া গতকাল সোমবার নিয়মিত অফিস করেন এবং পরিষদের মাসিক সমন্বয়সভায় সভাপতিত্ব করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন