শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভেড়ামারায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেছে একটি দোকানের সব মালামাল। মঙ্গলবার রাত ৯টার দিকে ভেড়ামারার জুনিয়াদহ বাজারে এ ঘটনা ঘটে। দোকান মালিক হাবিবুল ইসলাম দাবি করেছে, সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের চরম আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, জুনিয়াদহ বাজারের হাবিবুল ইসলামের বড় ধরনের মুদি দোকান নিয়ে বিরোধ চলেছিল ওই বাজারেরই ব্যবসায়ী শাহীন দোকানদারের। গত মঙ্গলবার রাত ৯টার দিকে সশস্ত্র অবস্থায় ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে সন্ত্রাসীরা বাজারে প্রবেশ করে। প্রথমেই তারা বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে পর পর ৩টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় আতঙ্কে বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়। এরপর হাবিবুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ দোকানের প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, রাতে ২০/২৫ জনের একটি সশস্ত্র দল বাজারে প্রবেশ করে পর পর ৩টি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর বাজার শূন্য হয়ে গেলে সন্ত্রাসীরা নির্বেঘেœ দোকান লুট করে পালিয়ে যায়।
মাদ্রাসা ছাত্র উদ্ধার আটক ১
কুষ্টিয়ার ভেড়ামারার দারুস সুন্নাহ্ মাদ্রাসার মেধাবী ছাত্র আবদুল্লাহ (১২)-কে অপহরণের ২৪ ঘণ্টা পর সিরাজগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। এ সময় গ্রেফতার করা হয়েছে অপহরণ চক্রের সদস্য সাইফুল ইসলামকে। সে সিরাজগঞ্জ এলাকার কামারখন্দ এলাকার পাইকুজা গ্রামের মজিবর রহমানের পুত্র। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। জানা গেছে, গত ৩১ জানুয়ারী বিকেলে ভেড়ামারার দারুস সুন্নাহ্ মাদ্রাসার মেধাবী ছাত্র আবদুল্লাহ রেলওয়ে স্টেশন এলাকায় মাদ্রাসারই বই-খাতা কিনছিল। এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা তাকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। তাকে সিরাজগঞ্জ এলাকায় নিয়ে গেলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা সিরাজগঞ্জ থানা পুলিশক খবর দেয়। পরে পুলিশ আব্দুল্লাহকে উদ্ধারসহ অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করে। পরে আবদুল্লাহর জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভেড়ামারা থানায় আসার জন্য খবর দেয়া হয়। গতকাল বুধবার সকালে ভেড়ামারা থানা পুলিশ তাকে ভেড়ামারায় নিয়ে আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন