বিগত ১০ দিনের ৯ দিনই বিশ্বে এক লাখের বেশি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রেকর্ড ১ লাখ ৩৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। তারপরও বিশ্বের অনেক দেশ লকডাউন তুলে নিচ্ছে। তাদের সতর্ক করে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস। এখনই লড়াই না থামানোর আহŸান জানালেন তিনি। এক অনলাইন ব্রিফিংয়ে সোমবার তেদ্রোস বলেছেন, ‘এই মহামারি ৬ মাসের বেশি সময় ধরে চলছে, এখনই কোনো দেশকে লড়াই থেকে গুটিয়ে যাওয়া যাবে না।’ তিনি যোগ করেছেন, ‘বিজ্ঞান, সমাধানের উপায় ও সংহতির ভিত্তিতে দেশগুলো কঠোর পরিশ্রম করে যেতে
হবে।’ রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন