মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৫

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বড়পুকুরিয়া কয়লা খনি গেটের সামনে এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন গুরুত্বর আহত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৩০টি ইউক্লেপ্টার গাছ কেটে ট্রাকে লোড করে শ্রমিকরা। পার্বতীপুরÑফুলবাড়ী মহাসড়কের বড়পুকুরিয়া কয়লা খনির সামনে ঘন কুয়াশার কারণে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কাঠ বোঝাই ট্রাকের শ্রমিক জাকিরুল ইসলাম (৪৫) পিতা মৃত নবাব আলী, ইসমাইল হোসেন (৩৮) পিতা মৃত করিম উদ্দিন, রেজাউল ইসলাম (৪২) পিতা আব্দুল মালেক, দিলিপ সিং (৩৮) পিতা শ্রী অশু সিং ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহতরা হল- মজিবর রহমান, আসাদ আলীকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আতিয়ার রহমান, বাবুল মিয়া ও তাহাজুল ইসলামকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মজিবর রহমান ও আসাদ আলী বলেন, তারা ৯ জন শ্রমিক মঙ্গলবার রাতে পার্বতীপুর উপজেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৩০টি ইউক্লেপ্টার গাছ কেটে ট্রাক বোঝাই করেন। কাঠ বোঝাই ঢাকাগামী ট্রাকে করে তারা বাড়ি ফিরছিল। পার্বতীপুরÑফুলবাড়ী মহাসড়কের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি গেটের সামনে গেলে ঘন কুয়াশার কারণে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা ৯ শ্রমিকের মধ্যে ঘটনাস্থলেই ৪ শ্রমিক নিহত হয় এবং ৫ শ্রমিক গুরুত্বর আহত হয়। নিহত ও আহত সকলের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিলাকুল গ্রামে। পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন