মুক্তাগাছা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে গত মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও দাওগাঁও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনায় স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফছারী জহুরা। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লীরা তরফদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হারুন-অর-রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী আমজাদ দপ্তরি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন. সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোফাজ্জল হোসেন তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল বারেক ও ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা আরিফুল ইসলাম কল্লোল প্রমুখ। প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত এ সভায় পরিবার পরিকল্পনা নিয়ে মাঠ পর্যায়ের কাজ করা কর্মীরাসহ গ্রামের দুই শতাধিক সক্ষম দম্পতি অংশ নেন। পরিবার পরিকল্পনা নিয়ে অবহিতকরণের পাশাপাশি জনসচেতনতামূলক চলচ্চিত্রের প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন