শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিন দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, মাদ্রাসার ১০৩ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বয়ান করবেন ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাস-এর ইমাম ও খতিব শায়খ আবু উমর ইয়াকুব আল আব্বাসী, ভারতের দেওবন্দের মুফতী আবুল কাশেম নূমানী, সাইয়্যিদ মাহমুদ মাদানী, হাবিবুর রহমান আজমী. ক্বারী আবদুর রউফ ও আগরতলা টাউন সেন্ট্রাল জামে মসজিদের খতিব আবদুর রহমান কাশেমী। দেশের বিশিষ্ট আলেমদের মধ্যে বয়ান করবেন ঢাকার যাত্রাবাড়ির জামিয়া মাদানিয়ার মাহমুদুল হাসান, মালিবাগ মাদরাসার আশরাফ আলী, হবিগঞ্জ উমেদনগর মাদ্রাসার হাফেজ তাফাজ্জুল হক, শায়েস্তাগঞ্জ নূরে মদিনা মাদ্রাসার নূরুল ইসলাম ওলিপুরী, হাটহাজারি মাদ্রাসার জুনায়েদ বাবুনগরী, মিরপুর জামিয়া কাশেমীয়া মাদ্রাসার জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া সিরাজিয়ার মনিরজ্জামান সিরাজী, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার আযহার আলী আনোয়ার শাহ, ঢাকা বারিধারা জামিয়া মাদানিয়ার নূর হোসাইন কাশেমী, সিলেট বরুনার মুফতী রশিদুর রহমান ফারুক, ঢাকা জামিয়া রহমানিয়ার মাহফুজুল হক, বড় কাটরা মাদ্রাসার হাফেজ আবুল হাসনাত আমিনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন