নাটোর জেলা সংবাদদাতা
নাটোরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরে প্রধান সড়ক দিয়ে কানাইখারী পুরাতন বাসস্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু। এছাড়াও আরো বক্তব্য রাখেন- অপূর্ব চক্রবর্তী, ময়নুল হক, রুহুল আমিন বিপ্লব, মাসুদুর রহমান, রাজিব, রাকিব, জেমস্ ও শুভ। বক্তারা গুলশান হামলায় গোয়েন্দারের হাতে আটক নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত গাড়ি চালক আটক হওয়ার ঘটনাই প্রমাণ করে দুলু এর সাথে জড়িত। তাই অবিলম্বে দুলুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানান। এই সভা থেকে নাটোর জেলা ছাত্রলীগ দুলুকে অবাঞ্ছিত ঘোষণা করে যেখানে তাকে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করার ঘোষণা দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন