কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
গাউছিয়া কমিটি বাংলাদেশ কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) শাখার উদ্যোগে নতুনবাজার ঢাকা কলোনি জামে মসজিদ শাখার সভাপতি মুহাম্মাদ ইমকাত হোসেনের সভাপতিত্বে সোমবার রাতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধমূলক করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসিক গাউসিয়া শরিফ আদায়ের পর আলোচনা করেন কাপ্তাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আলী আজগর, সেক্রেটারি মুহাম্মদ ইকরামুল হক, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ, বিএসপিআই শাখার সাবেক সভাপতি এ কে এম আনোয়ার আলী মামুন, সহ-সভাপতি মুহাম্মদ জুয়েল, সেক্রেটারি শাহাব উদ্দিন, সহ-সেক্রেটারি আবদুল মান্নানসহ প্রমুখ। পরে আলোচনা সভা ও করণীয় শীর্ষক সভায় বক্তারা বলেন, রাসূল (সা.) আদর্শের মাধ্যমে শান্তির বাণী মানুষের নিকট পৌঁছিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। তাই আমরা তাঁর সুন্নাত তথা আদর্শকে বাস্তবায়ন করলেই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব।
ইয়াবা ও গাঁজাসহ মহিলা আটক
কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে শামসুল হকের স্ত্রী ফুলবানু (৩৪)-কে ৪ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। পুলিশ জানায়, আটককৃত মহিলা ফুলবানু একজন মাদক বিক্রেতা। বর্তমানে আরো ৫টি মামলার হাজিরা দিচ্ছে বলে উল্লেখ করেন। গত সোমবার মাদক আইনে মামলা দায়ের করে রাঙ্গামটি আদালতে সোপর্দ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন