শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জাতীয় জাগরণ আন্দোলনের সংবাদ সম্মেলন : বগুড়ার নবাববাড়ি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার ঐতিহাসিক নবাববাড়ি সরকারিভাবে অধিগ্রহণের মাধ্যমে সুরক্ষার ব্যবস্থা করায় জাতীয় জাগরণ আন্দোলনের আয়োজনে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ এবং দ্রুততার সাথে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনা করেন সংগঠনের সদস্য সচিব মহসিন রাজু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতীয় জাগরণ আন্দোলন বাংলাদেশের আহ্বায়ক আব্দুর রহিম বগরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বগুড়ার তথা বাংলাদেশ পাক-ভারত উপমহাদেশের অভিন্ন ইতিহাসের অন্যতম স্মারক বগুড়ার নবাববাড়ি। বগুড়ার নবাববাড়ির অর্থলোলুপ ও অকর্মণ্য কিছু ব্যক্তি টাকার নেশায় ঐতিহ্য ধ্বংসের খেলায় মেতে উঠলেও মরহুম মোহাম্মদ আলীর প্রবাসি পুত্র মাহমুদ আলী ও কন্যা জাতিসংঘের উচ্চপদে বর্তমানে সিরিয়ায় কর্মরত মাহমুদা আলী এই ঐতিহাসিক স্থাপনা রক্ষায় সোচ্চার হওয়ায় এবং সরকারের বিভিন্ন মহলে লবিং করায় তাদেরও আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন ম-ল, শামীম আকতার পাইলট, মন্জুরুল কাদির তুহিন, মোকলেছুর রহমান, মীর ওসমান আলী শুভ, আবু আবু রায়হান, অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন