রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া-শুক্তাগড় সড়কের দক্ষিণ কাঠিপাড়া হামদু আলীর বাড়ি সংলগ্ন খালের উপরের ব্রিজটি দীর্ঘ সাড়ে ৪ বছর ধরে জরাজীর্ণ হয়ে মানুষ মারার ফাঁদে পরিণত হয়েছে। ফলে ওই এলাকার মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ দেড় শতাধিক পরিবারের লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, দীর্ঘ সাড়ে ৩ বছর ধরে এ ব্রিজটির অ্যাঙ্গেল ভেঙে ও বেঁকে গিয়ে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় লোকজন ব্রিজের পাটা রক্ষার জন্য নিচ দিয়ে সুপারি গাছ দিয়ে যাতায়াত করছেন। এ ব্রিজটি দিয়ে শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ কাঠিপাড়া ও শুক্তাগড় গ্রামের মানুষ রাজাপুর, শুক্তাগড়, লেবুবুনিয়া বাজারে যাতায়াত করছেন। এ ব্রিজ দিয়ে শুক্তাগড় মাহমুদিয়া মাদ্রাসা ও এসডব্লিউ কাঠিপাড়া স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থী, নারী, বৃদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও কোনো যানবাহন চলাচল একেবারেই অসম্ভব। এতে করে ওই সকল এলাকার লোকজন অসুস্থ হলে তাদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। লোকজন ভারি বোঝা নিয়ে ওই ব্রিজ দিয়ে চলাচল করতে না পেরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এব্যাপারে জানতে চাইলে শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. আনোয়ার হোসেন জানান, এ ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় শুক্তাগড় মাদ্রাসা ও কাঠিপাড়া স্কুলের শিক্ষার্থীসহ ওই দুই গ্রামের দেড় শতাধিক পরিবারের লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এব্যাপারে জানতে চাইলে রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. লুৎফর রহমান জানান, বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার কাজ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন