টাঙ্গাইল জেলা সংবাদদাতা
টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন করাদ-ের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এই রায় দেন। দ-িতের নাম মো. ছোরহাব হোসেন, তার বাড়ি গোপালপুর উপজেলার মাদারজানী পূর্বপাড়া গ্রামে। মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় অপর ৩ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। খালাস প্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম, চান মিয়া ও সালমা বেগম। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে গত ২০১৩ সালের ২৮ অক্টোবর রাতে গোপালপুর উপজেলার মাদারজানী পূর্বপাড়া গ্রামের ছোরহাব হোসেন তার স্ত্রী চম্পা বেগমকে নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় নিহত চম্পা বেগমের ভাই বাদী হয়ে ৪ জনকে আসামি করে পরের দিন গোপালপুর থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আখতার। আসামী পক্ষে ছিলেন, শামীমুল আখতার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন