দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : ঢাকার গাজীপুর থেকে ফুফুর বাড়ী নওগাঁয় যাওয়ার পথে হারিয়ে যাওয়া শিশু কামরুল ইসলাম (১০)-এর গত ৪ দিনেও বাবা-মার সন্ধান মেলেনি। এলাকাবাসীর সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেও বাবা রিকশাচালক হারুন-অর-রশিদ ও মা মনোরাজ সুয়েটার গার্মেন্টসকর্মী জামিলার সন্ধান না পাওয়ায় বিপাকে পড়েছেন থানা পুলিশ। জানা যায়, গত ৩১ জানুয়ারি দুপুরে শিশুটির বাবা ও মা ফুফুর বাড়ি নওগাঁয় বেড়াতে যাওয়ার জন্য একটি পিকআপ ভ্যানে কামরুলকে তুলে দেয়। কিন্তু রাতে অজ্ঞাত কারণে পিকআপ চালক দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে কামরুলকে নামিয়ে দেয়। সন্দেহজনকভাবে শিশুটি ঘোরাফেরা করার সময় স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের নজরে পড়ে। তিনি শিশুটির মুখ থেকে ঘটনা শুনে নিজ বাড়িতে ২ দিন রেখে অনেক সন্ধান করেও তার অভিভাবকের কোন খোঁজ না পেয়ে গত মঙ্গলবার সকালে থানায় হস্তান্তর করেন। সে গাজীপুরের সাইনবোর্ড এলাকার কামারঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া শিশুটি যাতে নিরাপদে নিজ বাড়িতে ফিরতে পারে তার জন্য নওগাঁ সদর থানা ও জয়দেবপুর এবং টঙ্গী থানায় বার্তা পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটিকে সমাজসেবা অফিসের মাধ্যমে স্থানীয় একটি এতিমখানায় রাখা হয়েছে। অভিভাবকদের সন্ধান পেলেই তাদের হাতে কামরুলকে তুলে দেয়া হবে।
মন্তব্য করুন