মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা গ্রামে মামলা করায় বাদী খুশনাহার বেগম ও তার স্বামী মিলন মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। মঙ্গলবার রাতে বহরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মিলন মিয়া বাদী হয়ে বহরা গ্রামের সুহা মিয়া, দুলাল মিয়া, জয়নাল মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, সম্প্রতি জমি সংক্রান্ত ঘটনার জের ধরে বহরা গ্রামের মিলন মিয়ার স্ত্রী খুশনাহার বেগম বাদী হয়ে হবিগঞ্জ আদালতে মামলা করেন। আসামীরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্ত হয়ে মঙ্গলবার রাতে বাদী খুশনাহার বেগম (৩০) ও তার স্বামী মিলন মিয়ার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় দুবৃর্ত্তরা তাদের ঘরে অগ্নিসংযোগ করে।
মাদকদ্রব্যসহ গ্রেফতার
মাধবপুর থানা পুলিশের হাতে আটক শীর্ষ মাদক বিক্রেতা বাংলা ভাই জুয়েলের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে ইটাখোলা তার বাড়িতে অভিযান চালিয়ে তার সহযোগী হেলাল (৩০) কে গ্রেফতার করেছে। এ সময় তার বাড়ি থেকে পুলিশ ২৩ বোতল অফিসার চয়েজ, ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, তার দেয়া স্বীকারউক্তি অনুযায়ী থানার এসআই মমিনুল ইসলাম ও আশীষ কুমার মৈত্র সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। মাদক বিক্রেতা জুয়েলের বিরুদ্ধে ১০টির অধিক মাদক ও অন্যান্য মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকাল বুধবার সকালে তাদের আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন