শরীয়তপুর জেলা সংবাদদাতা
বিএনপির সিনিয়ির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় প্রহসন মূলক সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০টায় ধানুকার রাণীমহল থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শরীয়তপুর-ঢাকা মহা সড়কের দিকে যাওয়ার সময় কিছুদুর এগুলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধার মুখে এতিম খানা সড়কে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার নাসির উদ্দিন কালু, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনিরুজ্জামান খান দিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান গগন, সহ-সভাপতি মাহবুব মোর্শেদ টিপু, এ্যাডভোকেট কামরুল হাসান, এ্যাডভোকেট মৃধা নজরুল কবীর, জেলা যুবদলেল সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি, সহ-সভাপতি আরিফ উজ্জামন মোল্যা, বাদল মাঝি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খায়ের, আমিনুর রহমান আমান, জিয়াউল হক জিয়া মোল্যা, রাশেদ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম বেপারী, সাধারণ সম্পাদক মোফোজ্জেল প্রমুখ। বক্তারা অনতি বিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় প্রহসন মূলক রায় বাতিলের জন্য সরকারের প্রতি দাবী জানান।একই দাবীতে জেলা ছাত্রদলেরে আহ্বায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ ও স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক রুহুল আমীন মুন্সীর নেতৃত্বে চৌরঙ্গী এলাকায় একটি মিছিল বাহির করলে পুলিশের ধাওয়ায় পিছু হটে। অপরদিকে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল সিকদারের নেতৃত্বে একটি মিশিল বাহির করার চেষ্টা কালে পুলিশের বাধায় প- হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন