রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিকল্প ব্যবস্থা না করায় জনমনে ক্ষোভ মেরামতের জন্য বন্ধ রাখা হবে আশাশুনি ব্রিজ

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আশাশুনির মরিচ্চাপ বেইলী ব্রিজ মেরামত কাজ শুরু হতে যাচ্ছে। ফলে মানুষের মধ্যে স্বস্থি ফিরলেও নদী পারাপারের বিকল্প ব্যবস্থা না করায় জনমনে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। মরিচ্চাপ সেতুটি নির্মাণের পর থেকে যথাযথ সংস্কার কাজ করা হয়নি। মাঝে মধ্যে পট্টি ও ঝালাই করে ব্রিজটি কোন রকমে সচল রাখা হয়েছিল। ফলে ব্রিজ ব্যবহার অনুপযোগিতার কারণে অসংখ্যবার দুর্ঘটনা ঘটেছে। বহু মানুষ নিহত, পঙ্গু ও আহত হয়ে কষ্টকর জীবন যাপন করছে। অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিজ নির্মাণ হলেও আশাশুনি প্রান্তে এপ্রোজ সড়ক নির্মান না হওয়ায় ওয়াপদার উপর দিয়ে নাইনটি ডিগ্রী মোড় নিয়ে যানবাহন চলাচল করায় অসংখ্য যানবাহন ওয়াপদার নীচে পড়ে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। মন্ত্রী, এমপি, সচিব, ডিসি থেকে শুরু করে অসংখ্য প্রতিনিধি ব্রিজের ব্যাপারে ওয়াদা ও কথা বললেও দীর্ঘ সময়ে এলাকাবাসীর দাবী পূরণ হয়নি। অবশেষে সড়ক বিভাগের ব্যবস্থাপনায় চিটাগাং ড্রাইডক লিমিটেড (বাংলাদেশ নৌবাহিনীর একটি অঙ্গ প্রতিষ্ঠান) ব্রিজের মেরামত কাজ করতে যাচ্ছেন। গতকাল বুধবার থেকে কাজ শুরু করার কথা থাকলেও মালামাল না আসায় ৭দিনের মধ্যে কাজ শুরু হচ্ছে। নির্মাণ কাজ চলাকালে ব্রিজটিতে কোন যানবাহন চলাচল করতে পারবে না। নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) সওজ, সড়ক বিভাগ, সাতক্ষীরা গত ১৯ জুলাই স্মারক নং- ৯১ (৪০) পত্রে ২৭ জুলাই থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে সেতুর উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে তবে পথচারী পায়ে হেটে চলাচল করতে পারবে মর্মে ঘোষণা দিয়েছেন। মেরামত কাজের সময় যানবাহন চলাচল করতে পারবেনা এটি নতুন কথা নয়। কিন্তু উপজেলার সাথে যোগাযোগ রক্ষা এবং আশাশুনি উপজেলার বড় একটি অংশসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার অসংখ্য মানুষের চলাচল পথ বন্ধ করার আগে বিকল্প ব্যবস্থা নিয়ে যথাযথ উদ্যোগ থাকার প্রয়োজনীয়তার কথা বিবেচনায় না রাখার ঘটনায় এলাকাবাসী হতাশ হয়েছেন। বিকল্প পথ হিসাবে সহজতর পথ শোভনালী ব্রিজের ব্যবহার। অথচ ব্রিজটি নির্মাণ কাজ করা হলেও এপ্রোজ সড়কের কারনে সেটি দীর্ঘ কয়েক বছর অব্যবহৃত হয়ে আছে। আপাততঃ এ্যপ্রোজ সড়কটির দক্ষিণ পার্শ্বে সামান্য কাজ করে ছোট যানবাহন চলাচল ব্যবস্থা করলে মানুষের ভোগান্তি লাঘব হতো। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন