বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে আলোচিত অন্তঃসত্ত্বা গৃহবধূ আমিনা হত্যা মামলার প্রধান আসামী স্বামী রফিক আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে তার নিজ এলাকা থেকে ৬ মাস পর তাকে গ্রেফতার করা হয়। হত্যাকা-ের পর থেকে রফিক আলীকে খুঁজ ছিল পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। তার বিরুদ্ধে আমিনার পিতা বাদি হয়ে গত ৬ জানুয়ারি হত্যা মামলা দায়ের করেন। ৪ মাস পর গত ১২ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম সিলেট আদালতে চার্জশীট দাখিল করেন। চার্জশীটে প্রধান আসামী রফিকসহ ৫ জনকে অভিযুক্ত করা হয়। বর্তমানে এ মামলায় রফিকের ভাই সানুর আলী ও মা আফতেরা বিবি পলাতক রয়েছেন। অন্য দুই আসামী মকবুল আলী ও দেলওয়ার জামিনে মুক্ত রয়েছেন। এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার প্রধান আসামী রফিককে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। প্রসঙ্গত, গত চলিত বছরের ২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের রফিক আলীর স্ত্রী আমিনার রহস্যজনক মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন