শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মাঝারি ভূমিকম্প অনুভূত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রামে গতকাল রোববার বিকেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিলো ঢাকা থেকে ২৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে। মিয়ানমার সীমান্ত লাগোয়া ভারতের মিজোরামে মাঝারি মাত্রার এ ভূমিকম্প হয়। চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের বিভিন্ন এলাকায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৬ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূমিকম্পের উৎস ছিল মিজোরামের ডারলন থেকে ৩৮.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূ-পৃষ্টের ৪০.৪ কিলোমিটার গভীরে।
ওই এলাকার অবস্থান চট্টগ্রাম থেকে ২১৩ কিলোমিটার উত্তর-পূর্বে, এবং ভারতের মিজোরাম রাজ্যের আইজল জেলা থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন