নগরীতে এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিআরবি এলাকার একটি পরিত্যক্ত বাংলো থেকে মালেকা বেগম (৪৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি টাইগারপাস এলাকার জনৈক সুমনের স্ত্রী।
তাদের গ্রামের বাড়ি সিলেটে। পুলিশ জানায়, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে পাশে কিছু ঘুমের বড়ি পাওয়া গেছে। তিনি কিভাবে এই বাংলোতে এলেন এবং মারা গেলেন তা তদন্ত করা হচ্ছে।
এদিকে একই সময়ে চাক্তাই খাল থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গোসলে নেমে ওই যুবক পানিতে তলিয়ে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন