রাজধানীর মোহাম্মদপুরে একটি ডাস্টবিন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১১টার দিকে লালমাটিয়ায় কাজী নজরুল ইসলাম রোডের ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে গিয়ে মারা যান ওই ব্যক্তি।
মোহাম্মদপুর থানার এএসআই আরিফ জানান, খবর পেয়ে কাজী নজরুল ইসলাম রোডের দুইটি ভবনের মাঝখানে ডাস্টবিন থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হবে। তবে গতকাল বিকেল পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে জিন্সপ্যান্ট ছিলো। কিভাবে তার মৃত্যু হয়েছে এবং পুরো ঘটনাটি জানার জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন