চট্টগ্রামের বোয়লখালীতে যুবকের লাশ উদ্ধার করেছে পুুলিশ। পুলিশ জানায় গতকাল সকালে গোমদন্ডী ইউনিয়নের ননাইয়ার মা’র ঘাট থেকে জোনাব আলী ওরফে সাকুর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আবু সৈয়দের পুত্র। থানার এস আই শরীফ উদ্দিন জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রতিবেদন ফেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে, গতকাল নগরীর কোতোয়ালী থানার ব্রিকফিল্ড রোডের আনন্দ হেরিটেজ ভবনের বাসিন্দা পংকজ দাশের বাসা থেকে বৃষ্টি মুন্ডা নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। বৃষ্টির বাড়ি ফটিকছড়ি উপজেলার টেকবাড়িয়া গ্রামে। পুলিশ জানায়, প্রায় চার বছর ধরে বৃষ্টি ওই বাসায় কাজ করতো। বাসায় বকাঝকা করায় ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে গৃহকর্তা দাবি করেন। তবে বৃষ্টির পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ মহসীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন