রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উলন ও মহানগর চেকপোস্ট এর মাঝামাঝি হাতিরঝিলের লেকের পানি থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার এসআই নিয়াজ উদ্দিন মোল্লা জানান, সকালে সংবাদ পেয়ে হাতিরঝিলের লেক থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশে মশারি ও পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তার হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিল। লাশ পচে গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গুম করার জন্য হাত, পা বেঁধে পলিথিন ও মশারি দিয়ে মুড়িয়ে লেকের পানিতে ফেলে দিয়ে গেছে খুনিরা। কীভাবে তাকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন