পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জ উপজেলার সদস ইউনিয়নের আরিজপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বজ্রপাতে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় বৃষ্টির পরপরই ৪ জন মজুর ওই গ্রামের একটি জমি থেকে আমনচারা তুলতে গেলে বজ্রপাতে উক্ত গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র সুমন (২৫) ও আব্দুল মতিনের পুত্র আব্দুর রাজ্জাক (৩০) ঘটনাস্থলেই মারা যায় এবং একই গ্রামের কোমর উদ্দিনের পুত্র তাজুল ইসলাম ও গহর আলীর পুত্র সেকেন্দার আলী আহত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন