ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ভালুকা উপজেলার রজৈ ইউনিয়নের ক্ষুর্দ্দ গ্রাম থেকে গত বুধবার সন্ধ্যায় যুদ্ধাপরাধী মামলার আসামি আবদুল মালেক খন্দকার (৬৯) ওরফে আবুল মেম্বারকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ওই গ্রামের আবেদ আলী আকন্দের পুত্র সাবেক মেম্বার আবদুল মালেক খন্দকারকে ক্ষুর্দ্দ গ্রাম থেকে গ্রেফতার করে। ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হযরত আলী জানান, গ্রেফতারকৃত আবদুল মালেক খন্দকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মামলার আসামি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার ক্ষুর্দ্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন