কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে শত শত লোকের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ.লীগ সভাপতি সর্বানন্দ বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান অমৃত লাল হালদার, বিশেষ অতিথি আ.লীগ উপদেষ্টা সদস্য মাইকেল হিরোহিত বিশ্বাস, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক অরবিন্দু রায়, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা, ইউপি সদস্য হাজী কামাল হোসেন, সচিব রমনী রায়সহ বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সঞ্জয় বিশ্বাস, ৫নং সভাপতি জুলফিকার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম রিপন, ইউপি যুবলীগ সভাপতি অশোক কুমার বৈদ্য, মুক্তিযোদ্ধা সদানন্দ গাঙ্গুলী, ইউপি সদস্য জুয়েল হাওলাদার, ইউপি সদস্য কৃষ্ণকান্ত রায়, যুবলীগ নেতা আজাহার শেখসহ ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন