শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধন

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস
বগুড়ায় বিভিন্ন সংগঠনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) বগুড়া কেন্দ্রের উদ্যোগে বগুড়া শহরের সাতমাথায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এএফএম আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান (প্রশাসন ও অর্থ) সৈয়দ প্রকৌশলী সৈয়দ ইফতেখার হোসেন, ভাইস চেয়ারম্যান (একাডেমি অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী মো. মোকছেদুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাঈম উদ্দিন মিয়া প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে পিডিবির প্রাক্তন প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান, এনডিসি হাবিবুল হাসান রুমিসহ জেলার সকল প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁ ও দেশে বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে গত বুধবার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্ উল আলম জয়, উপাধ্যক্ষ শাহজাহান আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন