সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার আলতাফ হোসেন। গত বুধবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলায় জঙ্গিবাদের অস্তিত্ব থাকবে না। জামায়াত-শিবিরের লোকজন বর্তমানে আইএস নামে কাজ চালাচ্ছে। তাদের যারা অর্থের যোগান দিচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে। যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে তাদের কোন অস্তিত্ব সাতক্ষীরায় থাকবে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াত-শিবিরকে সমূলে উৎপাটন করা হবে। এজন্য সকলের সহযোগিতা দরকার। সভায় জেলার নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, আব্দুল বারী, মমতাজ আহমেদ বাপী, মোস্তাফিজুর রহমান উজ্জল, হাবিবুর রহমান, হাফিজুর রহমান মাসুম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন