শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুফল মিলবে এমন ওষুধের খবর পেলেই দেদারছে কিনছে মানুষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ৮:৫৯ পিএম

করোনা আক্রান্তদের চিকিৎসায় সুফল মিলবে এমন কোনো ওষুধের খবর পেলেই তা কিনে রাখছে সাধারণ মানুষ। এমন কিছু কিছু ওষুধের সরবরাহে টান পড়ছে বলেও জানা গেছে। ফলে সেগুলোর দাম কিছুটা বেড়েছে, যদিও ওষুধ প্রশাসন অধিদফতর জানিয়েছে গত দুই মাসে কোনও ওষুধের দাম বাড়ানো হয়নি।

বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রতিরোধী টিকা আবিস্কারের চেষ্টার পাশাপাশি চলছে এতে আক্রান্তদের চিকিৎসায় নানা ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল। এর কোনো কোনোটি সুফল দিচ্ছে বলে খবর বের হলেই দেশের বাজারে বেড়ে যাচ্ছে ওই গ্রæপের ওষুধের দাম। কোনো কোনোটির সরবরাহে টান পড়ছে।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির এক পরিচালক বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়াই এমন সব ওষুধ কেনা এবং মজুদ করার প্রবণতাই এর জন্য দায়ী। এছাড়া, নিত্যদিন প্রয়োজন হয় এমন সামান্য কিছু ওষুধের দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। তবে, গত দুইমাসে এমন কোনো ওষুধের দাম বাড়ানোর অনুমতি দেয়া হয়নি বলে জানান বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব আলী। এছাড়া, গত দুইমাসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের ওষুধের দাম বাড়ানোর চেষ্টা প্রতিহত করা হয়েছে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন