প্রাণঘাতি করোনাভাইরাসের ভয়াল থাবায় ক্ষতিগ্রস্থ বিশ্বের ফুটবল। যার প্রভাব পড়া শুরু হয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবলেও। খেলা বন্ধ থাকায় খেলোয়াড়রা অর্থ সংকটে দিন কাটাচ্ছেন। ক্লাবগুলো বঞ্চিত হচ্ছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আর্থিক অনুদান থেকে। সবকিছু মিলিয়ে খুব একটা ভালো নেই বিশ্ব ফুটবল। করোনাকালে সদস্য দেশগুলোর আর্থিক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা কোভিড-১৯ সহায়তা তহবিল গঠন করেছে ইতোমধ্যে। যে তহবিল থেকে ফিফার প্রত্যেক দেশ পাবে ১০ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) করে অর্থ সহায়তা। এ ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) ফিফার কাছ থেকে এই পরিমাণ অর্থ সহায়তা পাচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এ প্রসঙ্গে গতকাল তিনি বলেন, ‘ফিফার সদস্য দেশগুলো করোনায় ক্ষতিগ্রস্থ হওয়ায় বৃহস্পতিবার তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। করোনাকালের ক্ষতি কাটাতে যে ত্রাণ তহবিল গঠন করেছে ফিফা সেখান থেকে আমরাও পাবো ১০ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা)।’
ক্ষতিগ্রস্থদের অর্থ সহায়তা দিলেও এই টাকা এক সঙ্গে দিচ্ছে না ফিফা। যার অর্ধেক টাকা তার দেবে জুলাই মাসে। বাকি অর্থ আগামী জানুয়ারিতে পাওয়া যাবে। সোহাগ আরো বলেন, ‘এর বাইরেও মহিলা ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশকে আরো ৫ লাখ মার্কিন ডলার দিতে পারে ফিফা। জানুয়ারিতে এই অর্থ দেবে তারা। কিন্তু নারী ফুটবল উন্নয়নের অর্থ পাওয়া নির্ভর করবে বিভিন্ন শর্তের ওপর। তাই এখনই বলা যাবে না ওই খাত থেকে কি পরিমাণ অর্থ পাবো আমরা। তবে কোভিড-১৯ ত্রাণ তহবিল থেকে দুই কিস্তিতে আমরা ১০ লাখ ডলার পাবো এটা নিশ্চিত।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন