দিনাজপুর অফিস
বিরলে রাস্তায় মাটি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের প্রহারে মহিলাসহ ৩ জন আহত হয়েছে। জানা গেছে, বর্ষার পানিতে বাড়ীর সামনের রাস্তায় কাদা হবার কারণে গত কয়েকদিন আগে উপজেলার ফারক্কাবাদ ইউপি’র নলদিঘী গ্রামের গরু ব্যবসায়ী সেরাজুল ইসলাম নিজ অর্থে ওই রাস্তায় মাটি দেয়। এ মাটি দেয়াকে কেন্দ্র করে গরু ব্যবসায়ী সেরাজুলের সাথে পার্শ্ববর্তী বাড়ীর প্রতিপক্ষ লাবলু-এর অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। একই ঘটনায় গত ২৭ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে শামসুর রহমানের পুত্র গুরু ব্যবসায়ী সেরাজুলের মামাতো ভাই সাইফুর রহমান গং-এর সাথে প্রতিপক্ষ লাবলু ও তার লোকজনের সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষ লাবলু ও তার লোকজনের আঘাতে আহত হয় সাইফুরসহ তার স্ত্রী জুলিয়া বেগম ও পিতা শামসুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন