শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় বখাটে গ্রেফতার

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা

সৈয়দপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটে বাংরুকে (২০) গ্রেফতার করা হয়েছে। শহরের কাজীরহাট পানির ট্যাঙ্ক এলাকা থেকে গত বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, শহরের কাজীরহাট পানির ট্যাঙ্ক এলাকায় রিকশাচালক মো. ইয়াকুব আলীর মেয়ে নীলফামারী সরকারী কলেজে দর্শন বিষয়ে অনার্সে অধ্যয়নরত মোছা. নাদিরা আফরোজ (২০)। নাদিরা কলেজে যাওয়া-আসার পথে প্রায় উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার তফুর আলীর বখাটে ছেলে বাংরু। কলেজছাত্রীর মা মোছা. রুবি বেগম তার মেয়েকে উত্ত্যক্তের ঘটনাটি সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ বখাটের বাবা-মাকে অবহিত করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে বাংরুসহ তার পরিবারের সদস্যরা ঘটনার দিন গত ১৮ জুলাই বিকেলে কলেজছাত্রীর বাড়িতে এসে তার বাবা-মাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এ নিয়ে গত ২৩ জুলাই দৈনিক ইনকিলাব পত্রিকায় ১৩ পাতার ৮ম কলামে ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর গত ২৮ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. রোজিনা বেগম মামলার প্রধান আসামী বাংরুকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে হাজির করা হয়। ওই তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে মামলা দায়েরের পর থেকে বখাটে বাংরুর পক্ষ থেকে কলেজ ছাত্রীর পরিবারকে নানা রকম হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগে জানা গেছে। বর্তমানে ওই পরিবারটি এলাকায় চরম নিরাপত্তায় ভুগছেন। কলেজছাত্রী কলেজে যাওয়া-আসা ছেড়ে দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন