কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯৬নং কুশলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে উপবৃত্তির টাকা কম দেয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। এ ছাড়াও ৭১ শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে। টাকা কম দেয়া ও ৭১ শিক্ষার্থী টাকা পায়নি এসব ঘটনা ঘটেছে গত ১৮ জুলাই ওই বিদ্যালয় কেন্দ্রে টাকা বিতরণকালে। ২য় শ্রেণির শিক্ষার্থী আঁখি দাসকে ১২শ’ টাকার স্থলে ২শ, ৭ম শ্রেণির পূর্ণিমা দাসকে ১ হাজারের স্থলে ৯শ’ টাকা, ৩য় শ্রেণির সাগর শেখকে ৬শ’ টাকার স্থলে ৩শ’ টাকা, ৩য় শ্রেণির ইয়ামনিকে ১৪২৫ টাকায় ১৪শ’ টাকা, ২য় শ্রেণির জান্নাতি ১২শ’ টাকার স্থলে ৬শ’ টাকা, ৩য় শ্রেণির সুমাইয়াকে দেয়া হয়নি, ১ম শ্রেণির নাছিমাকে ১২শ’ স্থলে ৭৫০ টাকা করে দেয়া হয়েছে। এভাবে আরো অনেক শিক্ষার্থীকে প্রাপ্ত টাকার চেয়ে অনেক টাকা কম দেয়া হয়েছে বলে সরেজমিন গেলে শিক্ষার্থীরা জানান। এ ব্যাপারে কুশলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার বলেন, ২৩ হাজার টাকা ব্যাংকে ফেরত দেয়া হয়েছে। বাকি টাকা ব্যাংকার সঠিকভাবে বিতরণ করেছে। আমরা তাকে সহযোগিতা করেছি। শিক্ষার্থীদের টাকা কম দেয়ার অভিযোগ সম্পর্কে বলেন, খুচরা না থাকার কারণে পরে নিতে বলা হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে দোষী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন