রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে রশিদা বেগম (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। রাশিদা বেগম বিক্রমপুর জেলার আদর্শ গ্রামের কালা মিয়ার মেয়ে। রাশিদা বেগম জানান, গত ৯ বছর আগে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মনগাঁও এলাকার অটো চালক আমান উল্লাহর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি ছেলে সন্তানের জন্ম হয়। গতকাল শুক্রবার দুপুরে স্বামী আমান উল্লাহ তার স্ত্রী রাশিদা বেগমের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে আমান উল্লাহ তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করে । গৃহবধু রশিদা বেগম আরো জানান, তিনি আমান উল্লাহর দ্বিতীয় স্ত্রী। আমান উল্লাহর আত্যাচারে অতিষ্ট হয়ে তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন