রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রীপুরে ধান সংগ্রহে শুভংকরের ফাঁকি

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে ‘কাজীর গরু খাতায় আছে গোয়ালে নাই’ এমন ঘটনা ঘটিয়েছে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা। জানা যায়, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে ২৩ টাকা কেজি দরে ধান সংগ্রহে প্রায় ১৭শ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা দেয়া হয়। কিন্তু দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে উপজেলা খাদ্য গুদামে লক্ষ্যমাত্রার চেয়ে কম অর্থাৎ ১ হাজার ৩১২ টন ধান সংগ্রহ করার পর মন্ত্রণালয় ধান ক্রয় বন্ধ করে দিয়েছে। প্রকৃতপক্ষে ঐ পরিমাণও ধান সংগ্রহ হয়েছে কিনা এ বিষয়টিও প্রশ্নবিদ্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা খাদ্য গুদামের এক কর্মচারী জানান, খাদ্য গুদামের ক্রয়কৃত সমস্ত ধানের হিসাব খাতায় থাকলেও গুদামে সম্পূর্ণ ধান উঠে নাই। স্থানীয়দের অভিযোগ, হাতে গোনা ৪/৫ জন কৃষক ২/৩ মণ করে ধান বিক্রি করলেও বাকি ধান মধ্যস্বত্বভোগী দালাল চক্রের মাধ্যমে সংগ্রহ করার গুজব থাকলেও সিংহভাগ ধান তারা এখনও খাদ্য গুদামে জমা দেয়নি। সরেজমিন খাদ্য গুদামে গেলে দেখা যায়, ক্রয়কৃত ধান খাদ্য গুদামে নাই। এ বিষয়ে জানতে চাইলে অবলীলায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সব ধান আমাদের গুদামে নাই। তবে বেশিরভাগ ধান সংগ্রহ করা হয়েছে। যা থেকে এ যাবৎ ৭ দফা তিনজন ও ২ দফা একজন মিল মালিকের নিকট চাল তৈরি করার জন্য সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সরবরাহ করা হয়েছে। খুব দ্রুত অপ্রাপ্ত ধানগুলো আমাদের গুদামে অথবা মিল মালিকের নিকট পাঠানো হবে চাল তৈরির জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন