শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কয়রায় আলোচনা সভা

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা

কয়রায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগেও ওয়াইল্ড টিম এবং ক্রেলের সহযোগিতায় বিশ্ব বাঘ দিবস ২০১৬ পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে কয়রা উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান ও সিএমসির সভাপতি এসএম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন। ওয়াইল্ড টিমের রেঞ্জ সুপারভাইজার অমিত মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বাঘ দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের এসিএফ মোঃ বশিরুল- আল-মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কয়রা আইনজীবী সমিতির সভাপতি এড. আবু জাফর, ওয়াইল্ড টিমের কো-অর্ডিনেটর ডঃ মুরশিদুল ইসলাম সিদ্দিকী ও কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন