শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কন্টেইনার ডিপোতে দুর্ঘটনায় শ্রমিক নিহত

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সীতাকু- (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

সীতাকু-ে বিএম কন্টেইনার ডিপোতে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শীতলপুর কাশেম জুট মিলস সংলগ্ন বিএম কন্টেইনার লজেস্ট্রিট ডিপোতে কাজ করার সময় কর্তৃপক্ষের অবহেলায় কন্টেইনারের ভেতর থেকে মালামাল বোঝাই ভারি বস্তা এক শ্রমিকের উপর পড়লে মারাত্মক আঘাত পেয়ে ওই শ্রমিক মারা যায়। নিহত শ্রমিক মোঃ খোকন (৪০) লক্ষীপুর থানার ভাবানীগঞ্জ (বড় বাড়ী) গ্রামের জালাল আহমেদের পুত্র। এদিকে রাতে দুর্ঘটনা ঘটলেও অজ্ঞাত কারণে তারা বিষয়টি দুপুর পর্যন্ত সীতাকু- থানাকে না জানিয়ে গোপন করেন। পরে লোকমুখে এ খবর ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে ঘটনার কথা স্বীকার করলেও কিভাবে শ্রমিকটি মারা গেল তা জানতে চাওয়ায় সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন বিএম কন্টেইনারের কর্মকর্তা জি.এম এডমিন মোঃ কাদের। তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিবেদককে বলেন, শ্রমিক মারা গেছে জানার পরও আমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। এটা কোন সাংবাদিকতা নয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকু- থানার এসআই মোঃ সাইফুল্লাহ বলেন, রাত সাড়ে ১২টার দিকে বিএম কন্টেইনার ডিপো নামক লজেস্ট্রিকে দুর্ঘটনায় খোকন নামক এক শ্রমিক মারা যায়। কিন্তু তারা বিষয়টি শুক্রবার দুপুর ১২টা পর্যন্তও থানাকে জানায়নি। পরে স্থানীয়ভাবে তারা এ ঘটনা জানতে পেরে নিশ্চিত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন