মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১২টি প্রাইভেটকারসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালাতে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে সবাই নদী সাঁতড়িয়ে তীরে উঠলেও এক জুয়াড়ি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের হিলড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের টাঙ্গাইল সদর থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া। এলাকাবাসী জানিয়েছে, প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে উপজেলার ফতেপুর ইউনিয়নের হিলড়া এলাকায় লাখ লাখ টাকার জুয়া খেলা চলে আসছিল। এই জুয়ার বোর্ডে জুয়া খেলে অনেকেই সর্বস্বান্ত হয়ে পড়েছে। এদের মধ্যে অনেকেই জুয়ার বোডের টাকার জুগাড় করতে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধের জড়িয়ে পড়ছে। পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইলের নতুন পুলিশ সুপার মো. মাহাবুব হোসেন যোগদানের পর সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও জুয়ার বোড বন্ধে অভিযান শুরু করেছেন। পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার রাতে হিলড়া জুয়ার বোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা সদর সার্কেলের এএসপি হাফিজ আল আসাদ জানান, আটক জুয়াড়িদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন