দিনাজপুর অফিস
দিনাজপুর শহরের রামনগর এলাকা থেকে পুলিশ ১৯টি ককটেল, ৩ কৌটা গান পাউডার সাদৃশ্য বারুদসহ জেএমবি সন্দেহে ৩ জনকে আটক করেছে। পুলিশের দাবি তারা কোন নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। কোতোয়ালী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে টহল পুলিশের একটি দল রামনগর মদিনা মসজিদের পাশের সড়কে মোটরসাইকেল আরোহী ৩ যুবককে আটক করে। পুলিশ তাদের তল্লাশি করে ককটেল, গান পাউডার সাদৃশ্য বারুদসহ জিহাদি বই উদ্ধার করে। আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার তালা উপজেলার ডাংগলিতা গ্রামের আমজাদ হোসেন মোড়লের ছেলে মনিরুজ্জামান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পলাশবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান ও ঠাকুরগাঁও জেলা সদরের দানারহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহিনুর ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন