শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রামুতে বনদস্যুদের হামলায় বিট কর্মকর্তা আহত

রামু (কক্সবাজার) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ৫:১৮ পিএম

রামুতে বনদস্যুদের হামলায় বাঁকখালী রেঞ্জের বিটকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

জানাগেছে ২ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বাঁকখালী রেন্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ ইলাহীর নেতৃত্বে বনকর্মীরা উপজেলার পুর্ব কাউয়ারখোপ গোদারমুখ এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযানে
যায়।
এসময় বনকর্মীরা বাঁকখালী রেন্জের হেটম্যান আবদুল কাদেরের ভাতিজা মহিউদ্দীনের বনবিভাগের জমিতে সৃজিত লেবু বাগান কাটার সময় হেটম্যান কাদেরের ভাতিজা সহ ২০/৩০ জনের বনদস্যু তাদের উপর আক্রমন করে।

লেবু গাছ কাটার কৈফিয়ত চেয়ে বনকর্মীদের অবরোদ্ধ করে রাখে।
পরে স্থানীয় সচতন মহলের সহযোগিতায় বনকর্মীদের উদ্ধার করে নিয়ে যাওয়ারপথে গোদারমুখ ড্রেন নামক স্থানে ওই বনদস্যু গ্রুপ বনকর্মীদের উপর হামলা চালায়।

এতে বাঘখালী বিট কর্মকর্তা আলাউদ্দীন আলাউল (৪৫) গুরুতর আহত হয়। বাঁকখালী রেন্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ ইলাহী বলেন, পর্যায়ক্রমে বনবিভাগের বেদখল হওয়া এই এলাকার সব ভুমি উদ্ধারে প্রক্রিয়া চলছে।
আহত বিটকর্মকর্তাকে রামু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MonirulKarim ২ জুলাই, ২০২০, ৯:১৮ পিএম says : 0
উক্ত এলাকার মাননীয় সংসদ সদস্য এবং চেয়ারম্যান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ মহোদয় বিনীত অনুরোধ আপনাদের নির্বাচনী এলাকা ও আপনাদের নিজ পৈতৃক এলাকা বিধায় বিষয়টি ব্যক্তিগত ভাবে দেখার জন্য অনুরোধ করছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন