শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মির্জাপুরে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

সন্ত্রাস ও জঙ্গিবাদম্ক্তু দেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার সকালে হিন্দ-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে কালীবাড়ি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ একাব্বর হোসেন এমপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালীবাড়ি রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক উত্তম কুমার সেন লালুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, টাঙ্গাইল জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জগদীশ চন্দ্র প্রামাণিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল পোদ্দার, বিপ্লব বোস, হিন্দ-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শিবপদ ঘোষ, নিরঞ্জন পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন ও সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন