শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সেচ প্রকল্পের বৈদ্যুতিক তার চুরি ইরি-বোরোর আবাদ নিয়ে অনিশ্চয়তায় কৃষক

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএডিসির চরফতে বাহাদুর সেচ প্রকল্পের সাড়ে ৪ লক্ষ টাকা মূল্যের ১৭৫ ফুট বৈদ্যুতিক তার চুরি হয়েছে। আর এতে করে প্রকল্পের আওতায় থাকা কালকিনি পৌর এলাকার জুড়গাঁও, সিডিখান ও রমজানপুর এলাকার ১৫শ’ হেক্টর জমির আগামী ইরি-বোরো চাষ অনিশ্চয়তায় পড়েছে। গত ২৫ জুলাই উক্ত চুরির ঘটনা ঘটে এবং প্রকল্প সভাপতি আ. হালিম মোল্লা থানায় অভিযোগ দাখিলও করে। কিন্তু ঘটনার দিন পেরিয়ে সপ্তাহ পার হলেও পুলিশ এখনো চোরদের কাউকে আটক করতে সক্ষম হয়নি। ফলে বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় হতাশ হয়ে পড়ছে প্রকল্পের আওতাভুক্ত কৃষকরা। অপরদিকে তার চুরির পরেও সংশ্লিষ্ট বিএডিসির কর্মকর্তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থা না নেয়ায় আগামীতে প্রকল্পটি চালু থাকবে কি থাকবে না এনিয়ে দ্বিধা সংকোচে দিন পার করছে কৃষকরা। এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার এসআই জসিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমরা গুরুত্বের সাথে কাজ করছি এবং চোর ধরতে সোর্স নিয়োগসহ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন