মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৭ দিনে বেলজিয়ামের ৩ ম্যাচ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

উয়েফা নেশন্স লিগের সূচি অনুযায়ী আগামী অক্টোবর ও নভেম্বর মাসে দু’টি করে ম্যাচ খেলবে বেলজিয়াম। সঙ্গে এই দুই মাসের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে একটি করে প্রীতি ম্যাচও খেলার ঘোষণা দিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। ফলে সাত দিনের মধ্যে তারা এখন তিনটি ম্যাচ খেলবে! বেলজিয়ান ফুটবল ফেডারেশন বুধবার এক বিবৃতিতে জানায়, আগামী ১১ নভেম্বর ব্রাসেলসে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর নেশন্স লিগে ১৫ নভেম্বর ইংল্যান্ড ও ১৮ নভেম্বর ডেনমার্ককে মোকাবেলা করবে রবের্তো মার্তিনেসের দল। নেশন্স লিগে আগামী ১১ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ও ১৪ অক্টোবর আইসল্যান্ডের বিপক্ষে খেলবে বেলজিয়াম। জানানো হয় বিবৃতিতে এ দুই ম্যাচের আগে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা। তবে সেই ম্যাচের প্রতিপক্ষের নাম জানানো হয়নি। সেপ্টেম্বরে শুরু হবে নেশন্স লিগের দ্বিতীয় আসর। অভিষেক আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফুটবল। জুন, জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। দু’টি টুর্নামেন্টই পিছিয়ে দেয়া হয়েছে এক বছর করে। ২০১৮ সালের শেষ দিকে নেশন্স লিগের প্রথম আসরে সুইজারল্যান্ডের বিপক্ষে ৫-২ গোলে হারের পর টানা ১০ ম্যাচ জিতেছে বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে তৃতীয়স্থান অর্জনকারী দলটি গত দুই বছর ধরে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন