শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পাকুন্দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হককে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় দায়েরকৃত মামলা নং- ১৩, তারিখ- ২৫/০১/২০১৫ এর অভিযোগপত্র গত বছরের ১৪/০৮/২০১৫ তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক গৃহীত হয়। এরূপ অভিযোগ স্থানীয় সরকার আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ আইন ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩ খ (১) অনুযায়ী তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ, জনস্বার্থের পরিপন্থি। উল্লেখিত আইনের দ্বারা ১৩ খ উপদ্বারা (১) অনুযায়ী আজিজুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হলো বলে গত ২৬ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন্নাহার স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট অনুলিপি প্রেরণ করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সততা স্বীকার করে বলেন, অফিস আদেশ পেয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন