শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ৩:১৭ পিএম

আজ রবিবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার পশ্চিম টেংরিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রহিদুজ্জামান রনক (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ঈশ্বরদী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান পিন্টুর ছেলে এবং এস এম স্কুলএন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। জানাগেছে, দুপুর ১.৩০টার দিকে রনক বাসার পাশে এলমোনিয়ামের তারে রোদে শুকাতে দেয়া গেন্জি নামাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঐতার বিদ্যুৎ এর ছেঁড়া তারের সাথে সংযুক্ত হয়ে বিদ্যুতায়িত হয়েছিল সেটা সে জানতো না। গেন্জিতে হাত দেয়ার সাথে সাথে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রচন্ড ঝাঁকুনি খেতে থাকে। এক পর্যায়ে সিটকে পড়লে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আকশ্মিক এ মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শেখ ফরিদ ১৩ জুলাই, ২০২০, ১২:৩৮ এএম says : 0
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,আল্লাহ পাক তাকে বেহেশত বাসী করুক আমিন, আমরা ভীষণ ভাবে শোকাহত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন