বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় পরকীয়া প্রেমে বাধা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই ভাসুর ও এক ভাসুর ছেলের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার চাখার ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী রেকসোনা বেগম গত বুধবার বাদী হয়ে তার চাচাতো ভাসুর খলিলুর রহমান সরদার, রফিকুল ইসলাম সরদার ও খলিল সরদারের ভাই আউয়াল সরদারের ছেলে করিম সরদারকে আসামি করে থানায় কথিত ধর্ষণ চেষ্টার কল্পকাহিনী সাজিয়ে মামলা দায়ের করেন। গত ২৪ জুলাই রাত সাড়ে ৯টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে বের হলে তাকে নাকি ধর্ষণ চেষ্টা করা হয়। জাকির হোসেন সরদার ৬ বছর পর্যন্ত সৌদি আরবে কাজ করছেন। বিবাহিত জীবনে সে ৩ কন্যা সন্তানের জনক। বড় মেয়ে রিমার বিবাহ হয়েছে সে বর্তমানে ঢাকায় স্বামীর সাথে থাকছেন। মেঝ মেয়ে অন্তরা (১৪) ও ছোট মেয়ে বর্ষা (৯) কে নিয়ে তার স্ত্রী রেকসোনা বেগম গ্রামের বাড়ি চিড়াপাড়ায় স্বামীর পৈতৃক ভিটায় বসবাস করছেন। খলিলুর রহমান সরদার তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করেন। তিনি জানান পরকীয়া প্রেমে বাধা দেয়ার প্রকৃত ঘটনা আড়াল করতে ওই মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি আরও জানান জাকির সরদার দীর্ঘ বছর প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রীর মাওলা নামের এক যুবকের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। যে ঘটনা খলিল সরদার ও তার পরিবারের লোকজন জানতে পেরে এর প্রতিবাদ করেন। এর প্রতিবাদ করতে গিয়ে ওই মিথ্যা মামলার শিকার হতে হয়েছে বলে দাবী করেন। খলিল সরদার এ ব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন