রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মোরেলগঞ্জে হত্যাসহ ২১ মামলার আসামি আটক অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জে ২১টি মামলার আসামি আবু জাফর ওরফে খুনি আবু ওরফে বরিশালের আবু(৪০) কে আটক করেছে পুলিশ । গত শনিবার বিকেল ৫টায় খুলার ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। পুলিশ আবুর স্বীকারোক্তিমতে শনিবার দিবাগত রাত ৩টায় তার নিজ বাড়িতে মাটি খুড়ে ১টি দেশী তৈরী বন্দুক ও ১রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করেছে। থানার ওসি(তদন্ত) তারক বিশ্বাস বলেন, গত ১১ ফেব্রুয়ারি দক্ষিন জামিরতলা নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণির কর্মচারী আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদ দরানী(৬৫) কে মাদ্রাসার সামনে বসে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আবু। এই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি(তদন্ত) তারক বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার আবুকে ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রাম থেকে আটক করেন তিনি আরো জানান, জামিরতলা গ্রামের সুলতান ওরফে ইউসুফ ডাকাতের ছেলে আবু জাফর মাদ্রাসা কর্মচারী হামিদ দরানী হত্যা মামলার প্রধান আসামি। থানা ওসি রাশেদুল আলম জানান, এ ছড়াও জাফরের বিরুদ্ধে খুলনা সদর, ডুমুরিয়া ও মোরেলগঞ্জ থানায় হত্যা, গুলি করে হত্যার চেষ্টা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ২১টি মামলা রয়েছে। এ ছাড়াও আবু জাফর খুলনার এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলো। খুলনায় থাকাকালে আবু জাফর বরিশালের আবু ওরফে খুনি আবু নামে পরিচিত ছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন