শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভোমরায় রাজস্ব ফাঁকি দিয়ে আনা ১৩ ট্রাক মাছ আটক

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
বিপুল অংকের সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে মাছ আনার পর বিজিবি তা আটক করেছে। ১৩টি ট্রাকসহ সাত কোটি সাতানব্বই লক্ষ ষাট হাজার ৫শ’ টাকার এই মাছগুলো গত রোববার সন্ধ্যায় আটকের পর গতকাল সোমবার সকালে তা কাষ্টমস-এ জমা দিয়েছে বিজিবি। আটককৃত ১৩টি ট্রাকে রয়েছে ৬৫০ কেজি বোয়াল মাছ এবং ৪৭ টন ৬৮৫ কেজি সামুদ্রিক মাছ। সাতক্ষীরা ৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোঃ হাবিবুল্লাহ আল বাকী জানান, সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে ১৩ টি ট্রাকে করে মাছ নিয়ে এসে তা দেশের অভ্যন্তরে পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিজিবির একটি দল বাঁশকল চেকপোস্টে তা আটক করে। আটককৃত ট্রাকসহ মাছের মূল্য ধরা হয়েছে সাত কোটি সাতানব্বই লক্ষ ষাট হাজার পাঁচশ টাকা। উল্লেখ্য, ভোমরা স্থলবন্দরের একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কাষ্টমস এর কয়েক কর্মকর্তাকে ম্যানেজ করে সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের মালামাল আনা নেওয়া করে থাকে। যা মাঝে মধ্যে বিজিবি সদস্যদের হাতে ধরাও পড়ে। এ নিয়ে বিজিবি এবং কাষ্টমস কর্তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন