স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরায় চাচার বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ও এ সংক্রান্ত তদন্তে উৎকোচের বিনিময়ে মিথ্যা প্রতিবেদন দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল কাইয়ুম এই অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা ৮৮ শতক জমি রেখে মৃত্যুবরণ করেন। এর মধ্যে ২০ শতক বাদে বাকি জমি চাচা মিজানুর রহমান জোরপূর্বক দখল করে রেখেছে। এ বিষয়ে জমি দখলমুক্ত করতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়। যা তদন্তের জন্য খুলনার ডিআইজি সদর থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎকোচের বিনিময়ে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। ওই পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, মিজানুর রহমান তার চাচা নয়। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সালিশ হলে ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি তাকে মারপিটও করেন। সংবাদ সম্মেলনে তিনি পৈতৃক সম্পত্তি দখলমুক্তকরণ ও চাচা মিজানুর রহমানের শাস্তির দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন