রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহেদের ওপর সন্ত্রাসী হামলা ও তার ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। একদল সন্ত্রাসী তার কচুখাইনের বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন ঘটনায় আহত সাহেদ। গত শনিবার রাত ১০টার দিকে কুচখাইন গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স গিয়ে সাহেদকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার বিষয়ে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল ইসলাম মুরাদ বলেন, এলাকার এক সন্ত্রাসীর নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহেদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সাহেদ এলাকার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তার ওপর চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ হামলার নেতৃত্বদানকারী সন্ত্রাসী আকতারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা আরো জানায়, সাহেদ কিছু দিন আগে এক শিবির কর্মীকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পর থেকে তাকে প্রাণে হত্যার হুমকি দিয়ে আসছিল ওই সন্ত্রাসী গ্রুপ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন